‘মেসিকে ছেড়ে দিলে লাভবান হতো বার্সেলোনা’

গত আগস্টে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। তবে তাকে ধরে রাখতে বার্সেলোনা ছিল অটল। শেষ পর্যন্ত কাতালান ক্লাবটি মেসিকে ধরে রাখার লড়াইয়ে জিতে যায়। কিন্তু সেটা তাদের বড় ভুল ছিল বলে মনে করেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ফুটবলার রিভালদো।

রিভালদোর মতে, সে সময় মেসিকে ছেড়ে দিলে আর্থিকভাবে বেশ লাভবান হতো বার্সেলোনা। এমনিতেই বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় কাতালান ক্লাবটির। করোনাভাইরাস পরিস্থিতিতে তা আরও নাজুক হয়েছে। বর্তমানে তাদের দেনা ১১৭ কোটি ৩০ লাখ ইউরো। অনেকেই বার্সার দেউলিয়া হওয়ারও আশঙ্কা করছেন। তবে মেসিকে যদি ক্লাবটি ছেড়ে দিতো তাহলে অর্থসংকট কাটাতে পারত বলে মনে করেন সাবেক এই ফুটবলার। মেসিকে ছাড়লে যে অর্থ পাওয়া যেত তা দিয়ে চলমান সংকট অনেকাংশেই কাটানো সম্ভব হতো অভিমত রিভালদোর।