মেসির হ্যাটট্রিক, ঘরের মাঠে আর্জেন্টিনার জয়

কাতার বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় আর্জেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে। যাতে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক।

কোপা আমেরিকা কাপ জয়ের পর এই প্রথম ঘরের মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। আর ম্যাচটি রাঙিয়েছেন মেসি। ম্যাচের ১৪, ৬৪ ও ৮৮ মিনিটে তিনটি গোল করেন তিনি।

ম্যাচের ১৪ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দারুণ শটে বল জালে জড়ান মেসি। এই গোলটি করে পেলেকে ছুঁয়ে ফেলেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে নিজের ৭৭তম গোল পান তিনি।

৬৪ মিনিটে লাওতারো মার্টিনেজ ও কোরেয়ার সঙ্গে দুর্দান্ত পাসের আদান-প্রদানে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। এই গোলটি করে পেলেকে ছাড়িয়ে যান মেসি। তাঁর হয়ে যায় ৭৮ গোল। ম্যাচের ৮৮ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোলের দেখা পান মেসি। দূরপাল্লার একটি শট রুখে দেন বলিভিয়া গোলরক্ষক, তবে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি তিনি। সামনে বলটি পেয়েই মেসি আলতো শটে বল জালে জড়ান। নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

এটি মেসির ৭৯তম গোল। এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ গোল হয়েছে মেসির।

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। শীর্ষে আছে ব্রাজিল।