মেহেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা

আল-আমীন,মেহেরপুর:
মেহেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাইরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহামেদ, মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন প্রমুখ।
সভায় জেলার বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।