মেহেরপুরে বাল্য বিবাহ প্রতিরোধে পথযাত্রা

আল-আমীন, মেহেরপুরঃ
মেহেরপুরের ঘোষণা, বাল্য বিবাহ আর নয়” এ শ্লোগানে মেহেরপুরে মটর সাইকেল পথযাত্রা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের সামনের সড়ক থেকে জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে একটি মটর সাইকেল শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরসহ জেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেয়।
মেহেরপুরে সীমান্ত থেকে মদ উদ্ধার
আল-আমীন, মেহেরপুরঃ ২২ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ২০ বোতল মদ উদ্ধার করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাজিতপুর বিওপির টহল দল।
৬ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ফোরকান হকের নেতৃত্বে বিজিবির একটি টহল মঙ্গলবার ভোররাতের দিকে বুড়িপোতা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে এক হাজার পিচ কার্বোনেট অফ কোড আর মিন্ট আমদানী নিষিদ্ধ ট্যাবলেট ও ২০ বোতল মদ উদ্ধার করেন।
যার আনুমানিক মূল্য এক লাখ ত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবির পক্ষ থেকে।
চুয়াডাঙ্গা ৬ বর্ডারগার্ড ব্যাটালিয়ন পরিচালক কর্ণেল আমির মজিদ প্রেসনোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।