মোবাইল জীবাণুমুক্ত করার উপায়

স্মার্টফোন ব্যবহারের মাধ্যমেও করোনা ছড়াতে পারে। তাই স্মার্টফোন বা অন্য যেকোনো গ্যাজেট সুরক্ষিত রাখার জন্যও সচেতনতা অবলম্বন করা উচিত। ৭০ শতাংশ আইসোপ্রোপিল অ্যালকোহল রয়েছে এমন কিছু দিয়ে স্মার্টফোন বা অন্য যেকোনো গ্যাজেট পরিষ্কার করতে হবে। নিয়মিত তিনবার করে স্মার্টফোন বা অন্য গ্যাজেট পরিষ্কার করুন। অ্যালকোহলের মাধ্যমে স্মার্টফোন পরিষ্কার করা বেশ ব্যয়বহুল। তাই অ্যালকোহলের বদলে এক লিটার পানিতে ১০ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে নিতে পারেন। তারপর কাপড়ের সাহায্যে স্মার্টফোন পরিষ্কার করতে পারেন। গ্যাজেট পরিষ্কারের সময় যেসব দিক মাথায় রাখতে হবে তা হলো-

  • পরিষ্কার করার জন্য কোনো তরল পদার্থ সরাসরি স্প্রে করা যাবে না। এতে স্মার্টফোন বা অন্য যেকোনো গ্যাজেট নষ্ট হতে পারে।
  •  স্মার্টফোন বা অন্য কোনো গ্যাজেট পরিষ্কারের সময় কোথাও ডুবিয়ে রাখা যাবে না। এতে ব্যাটারির ক্ষতি হয়।
  •  স্মার্টফোন বা অন্য যেকোনো গ্যাজেট কোনোভাবেই ঘষামাজা করা যাবে না।
  • পরিষ্কারের সময়ে স্মার্টফোনটি বন্ধ করে রাখুন। এতে স্মার্টফোনের ক্ষতি হবে না।
  • স্মার্টফোন বা অন্য যেকোনো গ্যাজেট পরিষ্কারের সময় যেন চার্জার বা ডেটা ক্যাবল যুক্ত না থাকে।
  • টুথপিক বা কটনবাড দিয়ে সিমকার্ড রাখার খাপ বা হোল্ডার পরিষ্কার করুন।