যাত্রী-যানবাহন শূন্যতায় পাটুরিয়া ঘাট

পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো লোকজন পারাপার হয়। রবিবার সন্ধ্যার পর থেকেই যাত্রী এবং যানবাহন শূন্যতা দেখা যায় ফেরি ঘাটে। পরিবহন ও যাত্রী ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠে পারাপার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে খুব সহজে। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না। বরং উল্টো যাত্রী ও যানবাহনের জন্য ফেরিগুলোকে অপেক্ষা করতে হচ্ছে।

অন্যদিকে আজ সোমবারও ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীর জন্য বাস অপেক্ষায় থাকতে দেখা যায়। কোনও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়নি। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঈদ উপলক্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো অনেকযাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে। এ বছর ঈদে ঘরমুখো মানুষ কোনও দুর্ভোগ ছাড়াই এই নৌরুট পারি দিয়ে গন্তব্য স্থলে যাচ্ছে। ফেরি ঘাটে কোনও যাত্রী ও যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে হচ্ছে না। আসা মাত্রই ফেরিতে পারাপার হয়ে বাড়ি ফিরছেন তারা।

বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২১ ফেরির মধ্যে যাত্রী ও যানবাহন কম থাকায় ৪টি ফেরি বসিয়ে রাখা হয়েছে।