যুব বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে সিঙ্গাপুরে গিয়েছে আফগানিস্তানের যুবারা

ক্রীড়া ডেস্ক : যুব বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে সিঙ্গাপুরে গিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেখানে তারা ছয়টি ম্যাচ খেলবে।

বিশ্বকাপ বাছাইপর্বে আফগান যুবাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপাল। প্রত্যেক দলের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে তারা। ১৭ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। বাছাইপর্বকে সামনে রেখে ভারতের চেন্নাইতে অনুশীলন করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকেই সিঙ্গাপুরে গিয়েছে তারা। এখানে ভালো করতে পারলে ২০১৮ যুব বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে আফগান তরুণরা।

২০১৮ সালের যুব বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড। মোট ১৬টি দল অংশ নিবে এই বিশ্বকাপে। যার মধ্যে ১১টি দল সরাসরি খেলবে। আর বাকি ৫টি দল বাছাইপর্ব থেকে উঠে আসবে।

আফগান যুবারা এর আগে চারটি যুব বিশ্বকাপ খেলেছে। ২০১৪ সালে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। অবশ্য শেষ পর্যন্ত সপ্তম হয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আর ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত যুব বিশ্বকাপে নবম হয়েছিল তারা। ২০১২ সালে হয়েছিল দশম। আর ২০১০ সালে ১৬ দলের মধ্যে ১৬তম হয়েছিল আফগান যুবারা।