যেভাবে মোবাইলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ

খেলা ডেস্কঃ ১০ দলকে নিয়ে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠল। এবারের আসরটি এককভাবে আয়োজন করছে ভারত। ১০ ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে।

লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। খেলা শুরু হচ্ছে দুপুর আড়াইটায়।

বিশ্বকাপ নিয়ে সবসময়ই বাড়তি উন্মাদনা কাজ করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। নিজের কাজের ফাঁকে বিশ্বকাপের খবর রাখার চেষ্টা করেন সমর্থকরা। ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই সম্ভব হয়ে উঠে না টিভিতে খেলা দেখার। শেষ পর্যন্ত মোবাইলই তাদের জন্য শেষ ভরসা হয়ে দাঁড়ায়।

এবারের বিশ্বকাপের সব ম্যাচই অনলাইনে দেখার সুযোগ রয়েছে। যদিও তার জন্য খরচ করতে হবে অর্থ। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল বিডি।

নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রয়েছে র‌্যাবিটহোলে। মোবাইল কিংবা পিসি— যে কোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে বিশ্বকাপের সব ম্যাচ। এ ছাড়া বিকাশ পেমেন্টের মাধ্যমেও একই প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ রয়েছে।