রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের প্রাণহানি

রাজশাহী

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২৩ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। যার মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন ও ঝিনাইদহের একজন বাসিন্দা রয়েছে।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে মোট তিনজন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৬০ জন। যার মধ্যে রাজশাহীর ৪৪ জন ও বাকি ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনাসহ অন্যান্য জেলার।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৫৭ জনের করোনা পরীক্ষায় ১৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা মোট শনাক্তের ৩৩ দশমিক ৪ শতাংশ।