রাজশাহীতে পদ্মা পাড়ের সড়কে ধস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহী শহরের বিহারীবাগান এলাকায় পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি সড়ক ধসে গেছে।

প্রায় ২০০ মিটার সড়ক মূল সড়ক থেকে পাঁচ ফুটের মতো দেবে গেছে। এ ছাড়া সড়কের পাশের ফুটপাতটিও দেবে গেছে। ধসের কারণে কয়েকটি বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে। দুর্ঘটনা থেকে বাঁচতে এলাকাবাসী সড়কের দুই পাশে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, সড়ক ধসের জন্য পানি উন্নয়ন বোর্ডের কোনো ত্রুটি পাওয়া যায়নি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, তিন বছর আগে ওই এলাকায় সড়কটি নির্মাণ করা হয়েছে। তখন মাটিতে কোনো সমস্যা ছিল না। রোলার দিয়ে ভালোভাবে মাটি মজবুত করে সড়ক নির্মাণ করা হয়। ভাঙনের কারণে সড়কটি দেবে যেতে পারে।