রাজশাহীতে সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক,  রাজশাহী : দুই শ্রমিককে মারধরের জেরে রাজশাহীতে সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা।

রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর শিরোইল এলাকায় পুরাতন বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করা  হয়।

রাজশাহী বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী জানান, রোববার সকালে তানোর থেকে রাজশাহী আসছিল সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি বাস। পথে দুয়ারি নামক স্থানে সাইড দেওয়াকে কেন্দ্র করে একটি ট্রাকের হেলপারের সঙ্গে ওই বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রাক শ্রমিকরা বাসচালক লালন হোসেন ও হেলপার পল্লব হোসেনকে মারপিট করেন। এ খবর জানাজানি হলে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ঘটনার পর রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতিকে বাস টার্মিনালে ডাকা হয়। এরপর উভয়পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টির মিমাংসা করে দেওয়া হয়।