রাজশাহী মহানগরীতে বিষাক্ত মদ পান করে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে বিষাক্ত মদ পান করে একজনের মৃত্যু হয়েছে।

তার নামে প্রভাত মণ্ডল (৪০)। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকায়।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সুখেন মণ্ডল (৪৫) ও ডাবলু মণ্ডল নামে আরো দুইজন গুরুতর অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন। তাদের বাড়িও রাজারহাতা এলাকায়।

সুখেনের স্ত্রী শোভা রানী জানান, বুধবার রাতে প্রভাত, ডাবলু ও সুখেনসহ আরও কয়েকজন যুবক মদ পান করেন। পরে প্রভাত ও সুখেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে তাদের রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান প্রভাত।

জানা গেছে, প্রভাত রাজারহাতা এলাকায় নানার বাড়িতে থাকতেন। তার নিজের বাড়ি বগুড়া জেলায়।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহাদাত হোসেন খান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

হাসপাতালে মৃত্যু হওয়ায় বিষয়টি রাজপাড়া থানা পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে।

রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, হাসপাতাল থেকে তাকে কিছু জানানো হয়নি। তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।