রাতে মুখোমুখি বায়ার্ন-পিএসজি

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতে বিগ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। ঘরের মাঠে প্রতিপক্ষকে সমীহ করে জয়ের প্রত্যয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের।

অন্যদিকে ইতিবাচক ফুটবল খেলতে চায় প্যারিস সেইন্ট জার্মেই। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একই সময় আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ পোর্তো।

গত বছর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। লিসবনে শ্বাসরুদ্ধকর ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারায় বাভারিয়ানরা। সেই সুখস্মৃতি নিয়ে এবারের আসরেও অপ্রতিরোধ্য বায়ার্ন। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে, প্যারিস সেইন্ট জার্মেইয়ের মুখোমুখি হচ্ছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।

সবশেষ ৫ ম্যাচে শতভাগ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাভারিয়ানরা। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যেতে এবার পিএসজির বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না হ্যান্সি ফ্লিক শিষ্যরা।

পরিসংখ্যান বলছে, দু’দলের ৬ বারের মুখোমুখি লড়াইয়ে বায়ার্ন মিউনিখের ৪ জয়ের বিপরীতে পিএসজির জয় ২টি। তারপরও সবশেষ দেখায় জয়টা অনুপ্রেরণা জোগাচ্ছে বায়ার্ন শিবিরকে। যদিও ইনজুরির কারণে রবার্ট লেওয়ানডস্কি, টলিসো ও ডগলাস কস্তার সার্ভিস মিস করবে বায়ার্ন। তবে আক্রমণভাগে লিরয় সানে-মুলার-কোমেন-চুপু মটিংয়ের ওপর ভরসা রেখেছেন হ্যান্সি ফ্লিক।

হ্যান্সি ফ্লিক বলেন, পিএসজির রক্ষণভাগ ও গোলকিপারের পারফরম্যান্স চোখে পড়ার মতো। তাদের বিশ্বমানের বেশ কয়েকজন ফুটবলার রয়েছে। প্রতিপক্ষকে সমীহ করছি। পরিকল্পনামাফিক খেলতে পারলে ইতিবাচক ফল আসবে।

অন্যদিকে গতবারের ফাইনালের আক্ষেপ ভুলে এবার প্রতিশোধ নিতে শতভাগ প্রস্তুত পিএসজি। ফরাসি লিগ ওয়ানে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে প্যারিসিয়ানরা। সবশেষ ম্যাচে লিলের কাছে হেরে ব্যাকফুটে পচেত্তিনোর দল। তারপরও বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের প্রত্যয় ফরাসি লিগ চ্যাম্পিয়নদের।

ইনজুরির কারণে খেলতে পারছেন না ডেনিলো পেরিইরা, কুরজাওয়া। সেই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকছেন লেয়ানড্রো। তারপরও ডি মারিয়া-নেইমার-কিনদের নিয়ে ছক কষেছেন পচেত্তিনো।

পচেত্তিনো জানান, বায়ার্ন মিউনিখ ছন্দে রয়েছে। ম্যাচটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। আশা করছি, ফুটবলাররা তাদের সেরাটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে।

এদিকে চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে চেলসির বিপক্ষে মাঠে নামবে পোর্তো। ইংলিশ প্রিমিয়ার লিগে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে চেলসি। সবশেষ ম্যাচে ওয়েস্টব্রম উইচের কাছে হারের লজ্জায় ডোবে ব্লুরা। তারপরও এ ম্যাচে জয়ের প্রত্যয় থমাস টাচেল শিষ্যদের। অন্যদিকে, পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোও দলগত পারফরম্যান্স করে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে চায়।