রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি আর্জেন্টিনা

শুধু ফুটবল নয়, হকিতেও বিশ্বসেরা লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এফআইএইচ হকি পুরুষ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান চতুর্থ, যদিও নারী র‌্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়ে রয়েছে দেশটি। আর্জেন্টিনার মেয়েদের র‌্যাঙ্কিং তৃতীয়।

এদিকে, র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের মেয়েদের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা। এফআইএইচ প্রো নারী লিগের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে।

হেড টু হেডঃ সর্বপ্রথম দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৫ সালে। আর সবশেষ মুখোমুখি হয় ২০২০ সালে। মোট ১৯ বারের দেখায় রেকর্ড ১১ বার জিতেছে আর্জেন্টিনা। আর চারবার যুক্তরাষ্ট্র। এছাড়া ড্র হয়েছে ৪টি ম্যাচ। আর্জেন্টিনার গোল পোস্টে যুক্তরাষ্ট্রের গোল সংখ্যা ২৩ আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনা উদযাপন করেছে ৫২ বার।

কোথায় অনুষ্ঠিত হবে
চেনার্ড, বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা

শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ২। এছাড়া ‘ওয়াচ.হকি’-তেও লাইভ দেখা যাবে ম্যাচটি।