রামেকে করোনায় আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার ৩১ আগস্ট সকাল ৮টা থেকে বুধবার ১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃতদের মধ্যে চারজন করোনায় আক্রান্ত হয়ে, চারজন উপসর্গ নিয়ে এবং বাকি দুজন করোনা-পরবর্তী জটিলতায় মারা গেছেন।

রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে মৃত ১০ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, রাজশাহীর ৩ জন নাটোরের ২ জন ও নওগাঁর একজন বাসিন্দা আছে। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রন্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৯ জন রোগী আর চিকিৎসা নিয় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ২৮৬টি শয্যার বিপরীতে ১৪৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৪৫টি করোনা পজিটিভ পাওয়া গেছে যা ১৩ দশমিক ৪৩ শতাংশ।