রেকর্ড দশমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন নাদাল

ক্রীড়া ডেস্ক : রেকর্ড দশমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ফাইনালে সুইস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কার মুখোমুখি হবেন স্প্যানিশ তারকা।

দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার ডোমিনিক থিমকে সরাসরি ৬-৩, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন নাদাল। তার আগে প্রথম সেমিফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে ওঠেন ভাভরিঙ্কা।

এর আগে নয়বার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছেন নাদাল। রোববারের ফাইনাল জিতলে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে একক কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় শিরোপা-সংখ্যা দুই অঙ্কে নেবেন ৩২ বছর বয়সি স্প্যানিশ তারকা।

সবশেষ ২০১৪ সালে রোলা গাঁরোতে শিরোপা জেতা নাদাল মুখোমুখি লড়াইয়ে ভাভরিঙ্কার সঙ্গে ১৩-৩ ব্যবধানে এগিয়ে। তবে ১৯৭৩ সালের পর সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠা ভাভরিঙ্কা যে নাদালকে ছেড়ে কথা বলবেন না, সেটা বলায় যায়।

ক্লে কোর্টের রাজা নাদালও সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘প্রতিযোগিতায় আমি দারুণ খেলছি। তবে স্তান (ভাভরিঙ্কা) অবিশ্বাস্য খেলছে। কঠিন একটা ফাইনাল হতে যাচ্ছে। আমাকে আমার সেরাটা দিতে হবে।’