রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘকে হস্তক্ষেপ করতে আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মিয়ানমারে আজ বিশ্ব মানবতা ভূলুণ্ঠিত। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ও মদদে ঘটছে এই নারকীয় হত্যাকাণ্ড। মিয়ানমারে নির্বিচারে হত্যা, ধর্ষণ বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার কথা। অথচ জোরোলো প্রতিবাদ বা সহযোগিতা নেই। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিয়ানমারের মুসলমানদের ওপর এই অমানবিক নির্যাতন, হত্যা, ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে এবং মিয়ানমার সরকারের প্রতি এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানাচ্ছে।’

সংবাদ সম্মেলনে মিয়ানমারে হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।