লক্ষ্মীপুরে কিডনী রোগীদের ভরসা ন্যাশনাল কিডনী ডায়ালাইসিস সেন্টার

নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুরে কিডনী রোগীদের ভরসার ঠিকানা ন্যাশনাল কিডনী ডায়ালাইসিস সেন্টার। লক্ষ্মীপুর সদর হাসপাতাল সড়কে ২০১৯ সালে উদ্যমী তরুণ উদ্যোগতা রাশেদুল ইসলাম কিডনী ডায়ালাইসিস রোগীদের কষ্টর কথা বিবেচনা করে ডায়ালাইসিস সেন্টারটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর থেকে ঢাকামুখী রোগীদের যাতায়াতের অর্থব্যায়, ও কষ্ট লাঘবে রাশেদুল ইসলামের এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। কিডনি ডায়ালাইসিসের মত জটিল চিকিৎসার অভাবে একসময় লক্ষ্মীপুরের অনেক রোগী রাজধানী ঢাকায় গিয়ে চিকিৎসা করার মত সামর্থ না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতো।
ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের সেবার পাশাপাশি ডায়ালাইসিসের মত জটিল চিকিৎসা সেবা পেয়ে অনেক রোগী খুশি। নিজের অবিব্যাক্তি ব্যক্ত করতে গিয়ে রাশেদুল ইসলাম বলেন, ডায়ালাইসিসের ঔষধ গুলো দামী, যার ফলে রোগীরা অর্থাভাবে ডায়ালাইসিস করতে পারেন না। ব্যায়বহুল এই চিকিৎসা সেবাটি সরকারি হাসপাতালে সরকারি ভাবে দেয়া হলে মানুষ অনেক উপকৃত হতো।