লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরবাংলা কলেজে ৬দিন ব্যাপী লোকসংগীত কর্মশালা শুরু

এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে ৬দিন ব্যাপী লোকসংগীত কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১লা নভেম্বর) সকালে কাকিনা উত্তরবাংলা কলেজের আয়োজনে শিল্পকলা কালচারাল একাডেমি মিলনায়তনে ৬ দিনব্যাপী লোকসংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এতে উত্তরবাংলা কলেজের নবীন ও প্রবীন শিক্ষার্থী সংগীত শিল্পীরা প্রাণ খুলে সংগীত পরিবেশন করেন। এ সংগীত উৎসবের উদ্বোধন করেন, কাকিনা উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ এএসএম মনাওয়ারুল ইসলাম।

এ উদ্ধোধনী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, রংপুর অঞ্চলের প্রখ্যাত ভাওয়াইয়া বিশেষজ্ঞ: শিল্পী ভূপতি ভূষণ বর্মা, উত্তরবাংলা কলেজের কালচারাল সংগীত একাডেমির আহবায়ক প্রভাষক সুবাস রায়, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জয়নুল আবেদীন, ইংরেজী বিভাগের শিক্ষিকা নন্দনা রাণী, সংগীত একাডেমির শিক্ষক হয়রত আলী, সংগীত একাডেমির শিক্ষক সুচিত্র সেন ও
লোকসংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন।