লালমোহনে স্ত্রীসহ ২ ছাগলকে পানিতে চুবিয়ে হত্যা করলেন পাগল স্বামী

এম এ হান্নান বরিশাল ।


ভোলার লালমোহনে আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক পাগল স্বামী তার স্ত্রী ফাতেমা বেগম ২টি ছাগলকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন। বুধবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে লালমোহন সদর ইউনিয়নে ঘটনা ঘটে। ঘটনায় স্থানীয়রা ওই পাগল স্বামীকে আটক করে বিদ্যুতের খুটির সাথে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে লাশ আব্দুর রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।স্থানীয়রা জানায়, লালমোহন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাকলাই বাড়ির আব্দুর রাজ্জাক দীর্র্ঘদিন মাথায় সমস্যার কারণে কয়েকবার তার স্ত্রীকে গলাটিপে হত্যার চেষ্টা করে। বুধবার সকালে পাগলা রাজ্জাক ঘরে ভাত খেয়ে তার দুটি ছাগল নিয়ে পাশ্ববর্তী বিলে পাতাবনের কাছে যায়। সেখানে তার সাথে থাকা দুটি ছাগলকে পানিতে ডুবিয়ে হত্যা করে। খবর পেয়ে তার স্ত্রী বিবি ফাতেমা বেগম তার ভাতিজা বউ জান্নাত ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাক তার স্ত্রী বিবি ফাতেমা বেগমকে পানিতে ডুবিয়ে ধরে। সাথে থাকা ভাতিজা বউ জান্নাত ডাকচিৎকার দিয়ে লোকজন নিয়ে আসে। ততক্ষণে রাজ্জাকের স্ত্রী মৃত্যুরকোলে ঢলে পড়েন। স্থানীয় গ্রাম পুলিশ ইব্রাহীম খলিল জানান, রাজ্জাকের মাথায় সমস্যা ছিল। তাকে বেঁধে রাখা হয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়রা জানিয়েছেন স্বামী রাজ্জাকের মাথা খারাপ। তবুও যেহেতু এটি একটি হত্যাকান্ড, সেহেতু লাশের পোস্টমর্টেম করে আমাদের নিয়মিত মামলা নিতে হবে। রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে