বান্দরবান পার্বত্য জেলায় হাজারো  শ্রদ্ধা ও ভালোবাসায় 

শহীদদের স্মরনে পালিত হয় মহান ভাষা দিবস 

মোঃ আসাদুল ইসলাম . বান্দরবান: আজ  ২০.০২.২০২১ তারিখ রোজ শনিবার ১২ টা ১ মিনিটে হাজারো  শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরনে বান্দরবান কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে পারিত হয় মহান ভাষা দিবস,এ সময় করুন সুরে বেজে উঠে ’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি………

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্রগাম বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈশিং এমপি।

ভাষা বেরিতে পুষ্পস্তবক অর্পণ করেন,বান্দরবান পার্বত্য জেলার সম্মানীত জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিষ্ট্রেট জনাব ইয়াছমিন পারভিন তিবরীজি,চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদ,জনাব কাশৈলা,

ভাষা বেরিতে পুষ্পস্তবক অর্পণ করেন,বান্দরবান পার্বত্য জেলার সম্মানীত পুলিশ সুপার,জনাব জেসমিন আকতার ।

ভাষা বেরিতে পুষ্পস্তবক অর্পণ করেন,বান্দরবান পৌরসভার মেয়র ,জনাব মোহাম্মদ ইসলাম বেবী,সিভিল সার্জন,মুক্তিযুদ্ধা কমান্ডার,বান্দরবান সদর উপজেলার নির্বাহী অফিসার,জনাব তৈসিফ আহম্মেদ।

ভাষা বেরিতে পুষ্পস্তবক অর্পণ করেন,বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলা,জেলা কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান পার্বত্য জেলা,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন র্বোড,প্রথমিক শিক্ষা বিভাগ,এল জিইডি,জেলা পরিসংখ্যান অফিস,বাংলাদেশ পর্যটক কর্পোরেশন,বন বিভাগ,পানি উন্নয়ন র্বোড,বিদ্যুৎ উন্নয়ন র্বোড।

ভাষা বেরিতে পুষ্পস্তবক অর্পণ করেন,বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলাশাখা ,যুবলীগ বান্দরবান পার্বত্য জেলাশাখা  ,শ্রমীক লীগবান্দরবান পার্বত্য জেলাশাখা,কৃষক লীগ বান্দরবান পার্বত্য জেলাশাখা,এবং সর্বস্তরের জনগন ।