শুরুতে উইকেট হারানোর আক্ষেপ সাকিবের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : লক্ষ্যটা খুব একটা বড় ছিল না, ১৫৮ রান। কিন্তু এই লক্ষ্যে খেলতে নেমে ৩০ রানের মধ্যেই ওপরের দিকের চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে ঢাকা ডায়নামাইটস।

খুলনা টাইটান্সের কাছে ৯ রানে ম্যাচ হারের পর ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে তাই শুরুতে উইকেট হারানোর আক্ষেপ।

শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘বেশি আগে উইকেট হারিয়েছি আমরা। প্রথমত, পাওয়ার-প্লের প্রথম ছয় ওভার ভালোমতো ব্যবহার করতে পারিনি। দ্বিতীয়ত, আমরা অনেকগুলো উইকেট হারিয়েছি। তো মোমেন্টামটা কখনোই ছিল না।’

জয়ের জন্য শেষ ৫ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ৬৫ রান, হাতে ৩ উইকেট। ১৮ বলের ঝোড়ো এক ফিফটি করে দলকে জয় প্রায় এনেই দিতে যাচ্ছিলেন সেকুগে প্রসন্ন। কিন্তু তাকে কেউ ভালো সঙ্গ দিতে পারেননি। ১৯তম ওভারে রানআউট হয়ে যান শুভ। আর শেষ ওভারে ১০ রানের প্রয়োজনে প্রথম বলে আউট হয়ে যান প্রসন্ন নিজেই।

শেষদিকে আরেকটু চিন্তাভাবনা করে খেললে ভিন্ন চিত্র হতে পারত বলে মনে করেন ঢাকা অধিনায়ক, ‘সবগুলোই তো টার্নিং পয়েন্ট আসলে। তবে প্রথমে উইকেটগুলো হারানো খারাপ দিক ছিল। আর শেষে যখন মোমেন্টামটা আমাদের দিকে ছিল, ওই সময় আমরা আরেকটু সেন্সিবল হলে হয়তো এই রানটাও করে ফেলা সম্ভব হতো।’

ব্যাটিংয়ে আরো উন্নতি প্রয়োজন বলে মনে করেন সাকিব, ‘সব মিলিয়ে যদি বলেন আমাদের ব্যাটিংয়ে এখনো ত্রুটি আছে। বিশেষ করে ওপরের দিকের ব্যাটসম্যানরা বড় রান করতে পারছে না, মোসাদ্দেক এবং মারুফ ভাই ছাড়া। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনো অনেক সময় আছে যে আমরা কামব্যাক করি এবং এই জায়গাটাতেই উন্নতি করি।’