শ্রীলঙ্কার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে লাহোরে

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। আগের সূচি অনুযায়ী পাকিস্তান-শ্রীলঙ্কার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে লাহোরে। এই ম্যাচে অংশ নিতে আজ রাতেই পাকিস্তানে পৌঁছাবে উভয় দল। অবশ্য পাকিস্তান দল আগে পৌঁছাবে। এরপর পৌঁছাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় পাকিস্তান দল লাহোরের উদ্দেশ্যে রওয়ানা দিবে। স্থানীয় সময় আজ শনিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে তারা পাকিস্তানে পৌঁছাবে। দুবাইয়ের স্থানীয় সময় রাত ১০টায় আরেকটি ফ্লাইটে করে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দিবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাদের বহনকারী বিমান রাত ২টা ২৫ মিনিটে পাকিস্তানে পৌঁছাবে। রোববার সন্ধ্যা ৭টায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা।

এই ম্যাচটি পাকিস্তানের জন্য ঐতিহাসিক ম্যাচ হয়ে থাকবে। কারণ, ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হওয়ার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নিষিদ্ধ ছিল। ৮ বছর পর সেই শ্রীলঙ্কা দলের ম্যাচ দিয়েই পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ওই হামলার পর প্রথমবারের মতো শীর্ষস্থানীয় কোনো টেস্ট দল হিসেবে শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে পাকিস্তানে।

অবশ্য এর আগে আইসিসি একাদশ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। পাকিস্তান সুপার লিগের ফাইনাল হয়েছে লাহোরে। জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করেছে।

শ্রীলঙ্কা দলের নিরাপত্তা দেওয়ার জন্য ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে।