সহসাই স্পিন বোলিং কোচ পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে আসছেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ।

কিন্তু স্পিন বোলিং কোচের পদটি এখনো খালি রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য স্পিন বোলিং কোচ খুঁজছে। কিন্তু পছন্দমতো না পাওয়ায় সহসাই এই কোচ পাচ্ছে না বাংলাদেশ।

শুক্রবার তেমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘স্পিন বোলিংয়ের কোচের পদটা আমাদের এখনো খালি আছে। আমরা বিষয়টা দেখছি। আশা করি এটাও আমরা পেয়ে যাব। সমস্যাটা হচ্ছে স্পিন বোলিং কোচ আমরা যে ধরনের চাচ্ছি তেমন কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। এখন যারা আছেন তাদের মধ্য থেকেই আমরা নেওয়ার চেষ্টা করব। ভালোই হবে, আমার মনে হয় না খুব খারাপ হবে।’

তবে ভালো মানেই স্পিন বোলিং কোচ সহসাই পাচ্ছে না বাংলাদেশ, ‘ইংল্যান্ড সিরিজের আগে সম্ভব হবে না। আমরা চাচ্ছি নিউজিল্যান্ড সিরিজের আগে ভালো মানের একজন স্পিন বোলিং কোচ নিয়োগ দিতে এবং তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকবে বিসিবির।’