সাংবাদিককে নিউজ না লিখতে হুমকি

আল-আমীন,মেহেরপুর ঃ
:
মেহেরপুরের গাংনীতে এবার সাংবাদিককে পত্রিকায় খবর প্রকাশ না করতে হুমকি দিয়েছেন। সাংবাদিককে হুমকি দেওয়ার খবর অন্যান্য সাংবাদিকরা জানার পর হুমকিদাতার সাথে মোবাইল ফোনে তার পরিচয় জানতে চওয়া হলে সে তার পরিচয় না দিয়ে পরে কথা বলব বলে জানিয়ে দেয়। পরে কয়েকবার তার সাথে মোবাবাইল ফোনে যোগাযোগ করা হলে সে তার ফোন রিসিভ করেন নি। ঘটনা সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠপাড়ার আঃ হান্নানের ছেলে সাইদ এর হাত ধরে একই গ্রামের পানু মন্ডলের মেয়ে মৌসুমি অজানার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে। একটি সূত্র থেকে আরো জানা যায় কৌশলে বাল্য বিয়ে সংঘটিত করার লক্ষ্যে কোন এক অভিভাবকের সম্মতিতে তারা এ কাজ করে। এ বিষয়ের উপর সংবাদ সংগ্রহ করতে স্থানীয় দৈনিক মাটিরডাক পত্রিকার সাংবাদিক এ সিদ্দিকী শাহীন ও দৈনিক সময়ের কাগজ,চ্যানেল ২৬ এর সাংবাদিক এম এ লিংকন উভয় পরিবারের সাথে যোগাযোগ করেন ঘটনার সত্যতা জানার জন্য। এতে উভয় পরিবার একে অপরকে দোষারোপ করে। এ ঘটনায় মেয়ের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি বাড়ি না থাকায় পরিবারের সদস্য মেয়ের চাচার একটি মোবাইল নং দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলে। তাদের দেওয়া মোবাবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের খবর প্রকাশ না করতে বলেন। কেন জানতে চাইলে খবর প্রকাশ করলে সাংবাদিকদের দেখে নেব বলে হুমকি দেন। এবং তিনি আলমডাঙ্গায় চাকুরি করেন কিন্তু কোথায় চাকুরি করেন জানতে চাওয়া হলে তিনি জানাননি। এ দিকে আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম মন্টু ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আমাদের সংবাদের সাংবাদিক সাব্বির আহমেদ তার দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে তিনি তার বাড়ি আলমডাঙ্গা বলে জানান। এর পর তার সাথে স্বাক্ষাত করতে চাইলে মেয়ের চাচা আলমডাঙ্গা থানার সামনে দেখা করতে বলেও পরে আর দেখা করেন নি। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছেলে মেয়ের চলে যাওয়ার ঘটনা আমি শুনেছি তবে উভয় পরিবারের কেউ অভিযোগ করেনি।