সাইবার হামলার শিকার ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট

খেলা ডেস্কঃ ২০২০ সালের ২৫ নভেম্বর প্রয়াত হয়েছেন দিয়েগো ম্যারাডোনা। তার স্মৃতি ফিরে আসে বারবার। কখনো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে, কখনো নাপোলির সেরি-এ লিগ-সাফল্যে। এবার ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহানায়ক নিজেই হাজির ধরাধামে! নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রায় এক কোটি ২০ লাখ অনুসারীকে বিভ্রান্ত করে তার যুগান্তকারী পোস্ট, ‘তোমরা নিশ্চয় জানো, আমার মৃত্যুর খবর ঠিক না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যারাডোনার এই পোস্ট নিয়ে ঝড় ওঠার পরই জানা যায় আসল ঘটনা।

মঙ্গলবার রাতে ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। ধারণা করা হচ্ছে, মেক্সিকোর কোনো হ্যাকার আর্জেন্টাইন কিংবদন্তির ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। তার আরেকটি পোস্ট ছিল বেশ মজার, ‘স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি আছে।’

এছাড়া লিওনেল মেসির প্রশংসা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমালোচনা করে পোস্ট করা হয়।

পরে হ্যাকিংয়ের খবর নিশ্চিত করে ম্যারাডোনার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, দিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। তার আগ পর্যন্ত এখানে প্রকাশ করা সব কিছু বর্জন করুন।’