সাকিব কক্সবাজারে শুটিংয়ে ব্যস্ত

ক্রীড়া প্রতিবেদক : কয়েক মিনিট এদিক-ওদিক হলেই বড় দূর্ঘটনার শিকার হতে পারতেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারে ইনানি সৈকতে গেছেন সাকিব। সাকিবকে নামিয়ে দিয়ে উড়ার পরপরই ইনানি সৈকতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে চারজন আহত ও একজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপণ চিত্রের কাজ করতে কক্সবাজারে গেছেন সাকিব। মুঠোফোনে বাংলাদেশ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘সাকিব সুস্থ আছেন। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় কিছুটা উদ্বিগ্ন।’

হোটেল রয়্যাল টিউলিপে নামার পর কিছুক্ষণ সেখানেই সময় কাটান সাকিব। এরপর বিজ্ঞাপণ চিত্রের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। যে সংস্থার হয়ে সাকিব কাজ করতে গেছেন সেই সংস্থার হিসাব বিভাগের কর্মকর্তা শাহ আলম দূর্ঘটনায় মারা গেছেন। পাইলটও মারাত্মক আহত হয়েছেন।

পরিবার নিয়ে মাগুরাতে ঈদ কাটিয়েছেন সাকিব। ঈদের দুদিন পর ঢাকায় চলে আসেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে শুরু করবেন বাঁহাতি এ অলরাউন্ডার। বিজ্ঞাপণ চিত্রের শুটিং শেষ করে আগামীকাল (শনিবার) ঢাকায় ফেরার কথা রয়েছে সাকিবের।