সাতক্ষীরায় বাঘের হামলায় এক মৌয়াল নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের হামলায় রুহুল আমিন শেখ নামে এক মৌয়াল নিহত হয়েছেন। এ সময় তার ভাই হোসেন শেখ আহত হয়েছেন।

রোববার ভোরে সুন্দরবনের মাহমুদা নদীর ডিঙ্গিতে এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে লাশ উদ্ধার করে বনবিভাগ।

রুহুল আমিন শেখ ও হোসেন শেখ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখি গ্রামের মালেক শেখের ছেলে।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, রোববার তারা দুই ভাই বুড়িগোলিনি ফরেস্ট অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনের মধু আহরণের জন্য যায়। মুধু আহরণের সময় রুহুল আমিন শেখকে বাঘে ধরে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। ভাইকে উদ্ধার করতে হোসেন শেখও সুন্দরবনে যায়। এ সময় বাঘ তাকে কামড়ে মারাত্মক আহত করে। সোমবার অন্য মৌয়াল ও জেলেরা একত্রিত হয়ে সুন্দরবনের গহীনে রুহুল আমিনের লাশ ও তার ভাই হোসেন শেখকে আহত অবস্থায় উদ্ধার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, আমি লোকমুখে ঘটনটি শুনেছি।