সাপের ছোবলে মারা গেল ঘুমন্ত শিশু

চরফ্যাশন প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশন উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. মমিন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বারান্দার চৌকিতে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশুকে সাপে ছোবল দেয়।

সোমবার রাত ১০টার সময় উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের বাহিরে মুজিব কিল্লাসংলগ্ন মফিজ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ওই ওয়ার্ডের মফিজ মাঝির ছেলে।

নিহত কিশোরের মামা জাকির বলেন, গত সোমবার রাত ১০টার সময় আমার ভাগিনা মমিন তাদের বসত ঘরের বারান্দার চৌকিতে ঘুমিয়ে পড়লে হঠাৎ সাপে কামড় দেয়। এ সময় মমিন চিৎকার করতে থাকলে তার মা-বাবা এগিয়ে এসে তার ডান পায়ে একটি বিষধর সাপের ছোবলের চিহ্ন দেখতে পান; কিন্তু বিষধর সাপটি দেখতে পাননি তারা। পরে স্থানীয় একজন ওঝা ও পল্লী চিকিৎসককে বাড়িতে নিয়ে আসলে তারা দুজনেই জানান- সাপের কামড়ে মমিন মারা গেছে।