সিদ্ধিরগঞ্জে ৮০ প্রাইভেটকার আটক

জেলা প্রতিবেদকঃ সরকার ঘোষিত লকডাউনের আজ প্রথম দিন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইলে ৮০ প্রাইভেটকার আটক করা হয়েছে। করোনা নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় তাদের আটক করা হয়েছে, ছিল না মুভমেন্টপাসও।

বুধবার (১৪ এপ্রিল) ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) রেজা মাসুম প্রধানের নেতৃত্বে এ অভিযানে প্রাইভেটকারগুলো আটক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মাসুম প্রধান জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভোর ৬টায় শিমরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবস্থান নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলও বাড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাইভেটকার। কোনো কারণ ছাড়াই অনেকে গাড়ি নিয়ে বের হচ্ছেন। প্রায় ৮০টি প্রাইভেটকার আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শাস্তি হিসেবে গাড়িগুলোকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোনো জরিমানা করা হয়নি।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার