সিরাজগঞ্জের আঞ্চলিক ইজতেমা শেষ

সিরাজগঞ্জ প্রতিনিধি : আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সিরাজগঞ্জের আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে আখেরি মোনাজাত শুরু হয়। ৩০ মিনিটের মোনাজাতে বিশ্বের সব মানুষের শান্তি কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের আমীর জুবায়ের আহমেদ। সিরাজগঞ্জ পৌরসভার যমুনা নদীর চায়না বাঁধ এলাকায় তাবলিগ জামাত এ ইজতেমার আয়োজন করে।

আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো লাখো মুসল্লি ইজতেমা মাঠসহ আশপাশ এলাকায় উপস্থিত হন। এ সময় মুসল্লিদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুখরিত হয়ে উঠে। এছাড়া আখেরি মোনাজাতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান জানান, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় ৬০০ পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ দায়িত্বে কাজ করেছেন।