সিরিয়ায় ইস্যু; রাশিয়া সফর বাতিল করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাসায়কি হামলার ইস্যু নিয়ে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফর বাতিল করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

সোমবার মস্কো সফরে যাওয়ার কথা ছিল জনসনের। তবে তিনি জনালেন, পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। এ অবস্থায় তার কাছে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক সমর্থন দেওয়া।

তিনি আরো বলেছেন, সিরিয়া গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধান আনতে যা যা প্রয়োজন, তা করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে রক্ষায় রাশিয়ার অব্যাহত প্রচেষ্টায় আমরা মর্মাহত।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত মস্কো সফর বাতিল করলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জি-৭ সম্মেলনের পর রাশিয়া সফর করবেন।