সিলিকন লাভারের সংখ্যা বাড়ছে জাপানে

মাসায়ুকি তাঁর সঙ্গী পুতুলের নাম দিয়েছেন মায়ু।

নিউজ ডেস্কঃ বিজ্ঞান আর প্রযুক্তি কি তাহলে বদলে দিচ্ছে ভালোবাসার সেই জীবন্ত অধ্যায়কে? নাকি শুরু হল নতুন এক ভালোবাসার অধ্যায়? হ্যাঁ নতুন এক ভালোবাসার অধ্যায় ঝাঁপ দিচ্ছে অনেক তরুণ। সেখানে মহান মহান কাব্যিক মানুষেরাও খুঁজে পায়নি ভালোবাসার মানে সৃষ্টি হয়নি কোন বই।

অনেক জাপানি বলছেন তারা আর মানুষের সাথে বসবাস করতে চান না।

অনেক জাপানি বলছেন তারা আর মানুষের সাথে বসবাস করতে চান না।

 

এক গবেষণায় দেখা যাচ্ছে, জাপানের অনেক পুরুষ ঝুঁকছেন সিলিকন রোমান্সের দিকে ও এদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

জাপানে প্রতি বছর অন্তত দুই হাজারের বেশি বিক্রি হচ্ছে ‘সেক্স ডল’, প্রতিটির দাম পড়ছে ছয় হাজার ডলারের মত।

প্রযুক্তি সাহায্যে মানুষের তৈরী এসব সঙ্গীদের সাথে অনেকে গড়ে তুলছেন মানসিক সম্পর্ক।

জাপানের অনেক পুরুষ তাদের মানুষরূপী সঙ্গীদের নিয়ে অনেক খুশী এবং অনেকে বলছেন তারা আর কখনো কোনো মানুষের কাছে ফিরে যাবেন না।

নিজের পুতুলকে নিয়ে ছবি তুলছেন মাসায়ুকি

নিজের পুতুলকে নিয়ে ছবি তুলছেন মাসায়ুকি

 

৪৫ বছর বয়সী মাসায়ুকি ওজাকি বলছেন তাঁর সিলিকন পুতুলের প্রেমেই তিনি মগ্ন হয়ে থাকেন। এমনকি কর্মক্ষেত্রে যদি কোনো কিছু ভালো না যায়, বা দিনটা যদি ভালো নাও কাটে তাতেও ওই পুতুলের প্রতি তার ভালোবাসা কমে না।

“সে সবসময় জেগে আছে, আমার জন্য অপেক্ষায় আছে এটা মনে করে আমি নিরাপদ বোধ করি..”- বলেন মাসায়ুকি ওজাকি।

“জাপানি মেয়েরা নির্মম হৃদয়ের, স্বার্থপর। পুরুষেরা চায় এমন কেউ তার পাশে থাকুক যে তার পাশে থাকুক, কাজ থেকেআসার পর যার সাথে সুন্দর সময় কাটানো যায় এমন কেউ। সেক্স ডলের সাথে আমি তেমনটা করতে পারি”।

“আমি ভাবতেই পারিনা আর কোনো মানুষের সাথে থাকার কথা। মায়ুকে নিয়ে আমি কবরে যেতে চাই”-বলছিলেন মাসায়ুকি।

সমালোচকেরা বলছেন পুরুষেরা যে একাকীত্ব বোধ করে সে কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে।

সূত্রঃ বিবিসি