সিলেটের কোম্পানিগঞ্জে জুয়া সরঞ্জাম ও নগদ অর্থসহ ২০ জুয়াড়ি গ্রেফতার

জেলা প্রতিনিধি : আদনান চৌধুরী: মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয় এবং পুলিশ সুপার সিলেট মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ কোম্পানীগঞ্জ থানা, সিলেট এর তত্ত¡বধানে এসআই (নিঃ) মোঃ শাহ আলম ভ‚ইয়া সঙ্গীয় এসআই জনার্দন তালুকদার ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ২৫/০৩/২০২৩খ্রিঃ তারিখ ১২.৪০ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানাধীন ইসলাম (পশ্চিম) সাকিনস্থ আসামী আবুল বাশার (৩৫), পিতা-মৃত শুকুর আলী এর একচালা টিনসেড ঘর হইতে আসামী ১। রাজ্জাক মিয়া ওরফে মস্তান (৫৬), পিতা-মৃত নজির মোল্লা, মাতা-মৃত আমিনা খাতুন, সাং-পাড়–য়া মাঝপাড়া, ২। মোহন মিয়া (৫০), পিতা-মৃত হুরন আলী, মাতা-মৃত জুলেখা খাতুন, সাং-টুকেরগাঁও,

৩। মোঃ আল আমিন মিয়া (২৪), পিতা-মোঃ দ্বীন ইসলাম মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-শিলেরভাংঙা, ৪। মোঃ জাবেদ হাসান (২৫), পিতা-মৃত মোঃ রাজু মিয়া, মাতা-খোদেজা বেগম, সাং-খায়েরগাঁও, ৫। মোঃ বাবুল মিয়া (৫৫), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-সখিনা খাতুন, সাং-ইসলামপুর, ৬। ফরহাদ মিয়া (২৮), পিতা-বকশা মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-ঢালারপাড়, ৭। মোঃ খাজা মইনউদ্দিন (৩০), পিতা-মৃত মোঃ গাজী রহমান, মাতা-জমিলা বেগম, সাং-দক্ষিণ রাজনগর, ৮। ফজলু মিয়া (৫০), পিতা-মৃত ইদ্রিস আলী, মাতা-মৃত গোলাপজান, সাং-নয়াগাঙ্গেরপাড় (ছাতিরটুক), ৯। মোঃ সোহেল মিয়া (২৯), পিতা-মৃত আবুল কালাম, মাতা-হেলেনা বেগম, সাং-টুকেরগাঁও, ১০। শাহাদাত আলী (৩৫), পিতা-আব্দুল আজিজ, মাতা-আয়েশা খাতুন, সাং-ইসলামপুর, ১১। আব্দুল আলী (৩০), পিতা-মৃত ওসমান আলী, মাতা-শরীফুন্নেছা, সাং-নয়াগাংঙ্গেরপাড়, ১২। মোঃ ফয়জুল (৪০), পিতা-মৃত হোসেন আলী, মাতা-আনু বেগম, সাং-ইসলামপুর, ১৩। মোঃ হাসান (২৯), পিতা-আব্দুর রহিম, মাতা-খাদিজা বেগম, সাং-টুকেরগাঁও, ১৪। মোঃ ইসলাম (৫২), পিতা-মৃত কালা মিয়া, সাং-ইসলামপুর, ১৫। মোঃ ফারুক মিয়া (৩২), পিতা-আঃ নুর হোসেন, মাতা-গুলেছা বেগম, সাং-শিলেরভাংঙা, ১৬। রফিক (৪০), পিতা-কেরামত আলী, মাতা-মৃত ফজিলত, সাং-ঢালারপাড়, ১৭। মোঃ এরশাদ মিয়া (২৮), পিতা-মোঃ সাদু মিয়া, মাতা-মোছাঃ হনুফা বেগম, সাং-ইসলামপুর,

১৮। রেনু মিয়া (৪৫), পিতা-মৃত আশরব আলী, মাতা-মৃত মালেখা খাতুন, সাং-টুকেরগাঁও, সর্ব থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, ১৯। মোঃ কাজল মিয়া (৪০), পিতা-মৃত ইয়াকুব আলী, মাতা-মোছাঃ রহিমা খাতুন, স্থায়ী সাং-গপিনাথপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমান সাং-তৈমুরনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, ২০। মোঃ মঞ্জুরুল হক (৩৭), পিতা-আব্দুল হাকিম, মাতা-জুলেখা বেগম, স্থায়ী সাং-কৈলাটি, থানা-হালুয়ারঘাট, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-কালিবাড়ী (সালাম মেম্বার এর ভাড়াটিয়া), থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটদের জুয়া খেলা অবস্থায় পাইয়া আটক করা হয় । ঐ সময় ঘরের মালিক আবুল বাশার (৩৫) ও অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়াইয়া পালিয়ে যায়। ঐ সময় জুয়ার বোর্ড হইতে নগদ ৬,০৩০/- টাকা, ০৫ বান্ডিল তাস ও অন্যান্য উপকরন পাইয়া সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনায় এসআই জনার্দন তালুকদার বাদী হইয়া আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-২৫/০৩/২০২৩খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। আসামী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।