সিলেটে বোমা হামলার দায় স্বীকার আইএসের

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এর কাছে গোটাটিকর মাদ্রাসার সামনে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুই দফায় বোমা হামলার ঘটনা ঘটে। ঘটনার সাড়ে ৫ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে আইএসের মুখপত্র ‘আমাক নিউজ’ এর বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স এ তথ্য জানায়।

সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, বাংলাদেশের সিলেটে যে বোমা বিস্ফোরণ হয়েছে তা আইএস ঘটিয়েছে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জেদান আল মুসা সাংবাদিকদের জানিয়েছেন, এ বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বোমা বিস্ফোরণে আহতদের মধ্যে রয়েছেন র‌্যাব ইন্টেলিজেন্স উইংয়ের উপপরিচালক মেজর আবুল কালাম আজাদ। তাকে ঢাকার সম্মীলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের সড়কে পুলিশ চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হওয়ার পর আইএস সেটিকে ‘আত্মঘাতী হামলা’ দাবি করে দায় স্বীকার করেছিল।