সীমান্ত অপরাধ দমন ও উন্নয়নমুখী সর্ম্পক তৈরী করতে লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে যৌথ মহড়া

এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি ; বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষি বাহিনীর মধ্যে সীমান্ত অপরাধ দমনসহ  উন্নয়নমুখী সর্ম্পক তৈরী করতে বিজিবি-বিএসএফ’র মধ্যে দুই দিনব্যাপী যৌথ মহড়া শুরু হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থল বন্দরের সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থল বন্দরে মহড়া শেষে বৃহস্পতিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে ভারতের জলপাইগুড়ি বিএসএফ’র সেক্টর কমান্ডার ডিআইজি বিসান সিং প্যাটেল, নোডাল অফিসার জর্জ মন্জুরান ও বাংলাদেশের রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম আজাদ, লে:কর্নেল হাসান মোর্শেদ ও লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ’র কর্মকর্তারা বলেন, পূর্বের তুলনায় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা অনেকটা কমেছে।

উভয় দেশের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করে করেন, এ ধরনের যৌথ মহড়ার মাধ্যমে সীমান্তের সব সমস্যা দূর করা যাবে।