সুইডেনের রানি সিলভিয়া রাজপ্রাসাদে ভূতের সঙ্গে থাকেন!

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের রানি সিলভিয়া রাজপ্রাসাদে ভূতের সঙ্গে থাকেন!

এক প্রামাণ্যচিত্রে রানি এমন দাবি করেছেন। প্রামাণ্যচিত্রটি আজ সুইডেনের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।

রানি বলেছেন, ১৭ শতকে তৈরি ড্রটনিংহোম প্রাসাদটি ‘ছোট্ট বন্ধুদের’ (ভূত) সঙ্গে ভাগাভাগি করে বসবাস করেন তিনি। তার মতে, ‘সত্যিই চমৎকার ব্যাপার। কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না।’

রাজধানী স্টকহোমের পাশে এই রাজপ্রাসাদে রানি ও তার স্বামী রাজা ষোড়শ কার্ল গুস্তাফ বসবাস করেন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এসভিটি ‘ড্রটনিংহোম প্যালেস : অ্যা রয়্যাল হোম’ শিরোনামে প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন।

রানি বলেছেন, ‘কখনো কখনো মনে হবে, আপনি একেবারে একা বসবাস (প্রাসাদে) করছেন না।’ তিনি জোর দিয়ে বলেছেন, তার পাশাপাশি প্রাসাদে কেউ না কেউ থাকেন।

শুধু রানি নন, রাজার বোন প্রিন্সেস ক্রিস্টিনাও ভূতের অস্তিত্বের দাবি করেছেন। তিনি বলেছেন, ‘প্রাসাদে অনেক শক্তির (ভূত) উপস্থিতি আছে। যদি ছায়া না হয়ে আকার ধারণ করত, তাহলে অদ্ভুত কিছু ঘটত।’

রানি সিলভিয়া ৪০ বছর আগে রাজা ষোড়শ কার্ল গুস্তাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুইডিশ রাজপরিবারের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময়ের রানি।