সেরেনা উইলিয়ামস মা হচ্ছেন

ক্রীড়া ডেস্ক : মা হচ্ছেন উন্মুক্ত যুগে সবচেয়ে সফলতম নারী টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। বাকি মৌসুমে তাই আর কোর্টে নামতে পারবেন না এই মার্কিন তারকা।

আগের দিন স্ন্যাপচ্যাটে আয়নার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছিলেন সেরেনা। ক্যাপশনে লিখেছিলেন ‘২০ সপ্তাহ’। পরে অবশ্য সেটা মুছে ফেলেন তিনি।

এরপরই গুঞ্জন শুরু হয়ে যায়, মা হচ্ছেন সেরেনা। আজ তার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী শীতের আগে সন্তান জন্ম দিতে পারেন ৩৫ বছর বয়সি সেরেনা।

২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের ১২ সপ্তাহ পর সেরেনার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানা গেল। অর্থাৎ তার স্ন্যাপচ্যাটে দেওয়া তথ্য অনুযায়ী, গত অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সময়ই আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর এই তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনের পর হাঁটুর চোটের কারণে কোর্টের বাইরে থাকা সেরেনা আগামী সপ্তাহে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরবেন। ডব্লিউটিএ-এর বিশেষ নিয়মে, সন্তান জন্ম দেওয়ার ১২ মাসের মধ্যে প্রথম টুর্নামেন্ট খেলতে পারলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখবেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।