সে সম্ভবত একটি প্রজন্মের রূপান্তরকারী নতুন একজন ব্যক্তি

খেলা ডেস্ক: তলপেটের পেশিতে চোট থাকায় চলতি আইপিএলে খেলতে পারছেন না রবীচন্দ্রন অশ্বিন। টানা খেলার ধকল সইতে না পারায় স্পোর্টস হার্নিয়ায় ভুগছেন তিনি। তবে ঘরের মাঠের জমজমাট এ আসরে থাকতে না পারলেও ভারতীয় দলের বিভিন্ন অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত কথা বলছেন এ স্পিন জাদুকর।

এর আগে মহেন্দ্র সিং ধোনির অধীনে ভারতীয় দলের হয়ে খেলেছেন অশ্বিন। বর্তমানে কোহলির নেতৃত্বে খেলছেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এ বোলার।

কোহলি ও ধোনির নেতৃত্বের তুলনা করতে গিয়ে টাইমস অব ইন্ডিয়াকে অশ্বিন বলেন, ‘এটা একটি শক্তি ব্যয়কারী এবং ধন্যবাদহীন দায়িত্ব। পাঁচ বছর এ দায়িত্ব পালনের পর আমি মনে করি একজনকে সরে দাঁড়ানো উচিত। এটা কেবল ব্লেজার পড়ে টসের জন্য মাঠে যাওয়া নয়। আপনাকে নির্বাচক মিটিংয়ে সঠিক সিদ্ধান্ত, মিডিয়া সামলানো কিংবা একাদশ নির্বাচনের ক্ষেত্রের বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে। ধোনির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তিনি প্রশংসনীয় একটি দায়িত্ব পালন করেছেন। অনেক চাপের মুখ থেকে তিনি দলকে সঠিক নেতৃত্ব দিয়ে তুলে এনেছেন। ধোনির কথা বলতে হলে প্রথমে তার অধিনায়কত্বের পরিপক্বতার কথা বলতে হবে।’

কোহলি সম্পর্কে অশ্বিন বলেন, ‘কোহলি সবেমাত্র ধোনির কাছ থেকে দায়িত্ব বুঝে পেয়েছেন এবং তার ভিন্ন একটা ব্যক্তিত্ব রয়েছে। সে চ্যালেঞ্জ এবং একটি বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করে। সে খুবই আগ্রাসী। মাঝে মাঝে তার আগ্রাসী মনোভাবে আমি কাঁচুমাচু খেয়ে যাই। মাঝে মাঝে আমি বাদ পড়ে যাওয়ার ভয়ে থাকি(হাসি)। সে সম্ভবত একটি প্রজন্মের রূপান্তরকারী নতুন একজন ব্যক্তি।’