‘সোনা চোরাচালানে বিমানবন্দরের কিছু কর্মচারী জড়িত’

নিজস্ব প্রতিবেদক : সোনা চোরাচালানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কতিপয় কর্মচারী জড়িত। তারাই বিমানবন্দর থেকে সোনার বারগুলো বের করে দেয় বলে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ কথা বলেন কর্মকর্তারা।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি, উত্তর) শেখ নাজমুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিবাগত রাতে সোয়া ৯ কেজি সোনার চালান বের করে আনার সময় বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে মীর হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। মীর হোসেন বিমানবন্দরের ক্যাটারিং বিভাগে কর্মরত। সে এর আগেও আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কয়েকটি চালান বের করে দেয় বিমানবন্দর থেকে। সোনা চোরাচালানের বিভিন্ন ধাপে জড়িত আরো বেশ কয়েকজনের নামও জানা গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই বহুদিন ধরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এবারই তারা ধরা পড়ল। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে।