সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত নাটোরের চারজনের মধ্যে তিনজনের লাশ বাড়িতে পৌঁছেছে

নাটোর প্রতিনিধি : সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত নাটোরের চারজনের মধ্যে তিনজনের লাশ বাড়িতে পৌঁছেছে।

বুধবার ভোরে নলডাঙ্গা উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন (২০), খাজুরা জনার্দ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৩৮) ও একই গ্রামের আজাহার আলীর ছেলে অহিদুর রহমানের (৩০) লাশ বাড়িতে পৌঁছায়।

তবে সৌদি আরবের দূতাবাসে আউট পাস না থাকায় খাজুরার ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিনুর রহমানের (৩০) লাশ আসেনি।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ও খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান লাশ আসার খবর নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নাটোরের চার শ্রমিক নিহত হন।