স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাতী ইউনিয়নের বোবাহালা গ্রামে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আবু তাহের ও আবুল কাসেমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কাসেম মিয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, জেলার কলমাকান্দার স্থানীয় কৈলাটী বালিকা উচ্চ বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ধামরীহালা গ্রামের কয়েক ছাত্রীকে বোবাহালা গ্রামের নওয়াব আলীর ছেলে আল্লাদ মিয়া ও একই গ্রামের সোনাহর মোড়লের ছেলে ফরিদ মিয়াসহ কয়েকজন প্রায়ই উত্ত্যক্ত করত।

এ ব্যাপারে কালিয়ারা গাতী ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য ধামরীহালা গ্রামের আবুল হাসেম ও আবদুর রহিম মাতবরসহ কয়েকজন গ্রামবাসীকে নিয়ে আজ আল্লাদ মিয়া ও ফরিদদের বাড়িতে বিচার দিতে যায়। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

কালিয়ারা গাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলী আমজাদ খান জানান, মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।