স্প্যানিশ প্রিমিয়ার লিগে লা লিগা শনিবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ প্রিমিয়ার লিগে (লা লিগা) শনিবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের শিষ্যদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল স্পোর্টিং গিজন।

গিজনের মাঠ দেখা যাবে না ‘বিবিসি’ খ্যাত গ্যারেথ বেল, করিম বেনজামা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। করিম বেনজামা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেছেন জিদান। ইনজুরি নিয়ে শঙ্কা থাকায় বেলকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। একই কারণে পেপে, ভারানেকে স্কোয়াডে রাখেননি জিদান।

এছাড়া কেলর নাভাসকেও বিশ্রামে রাখা হয়েছে। মূল একাদশের দানি আলভেসও থাকবেন না। কার্ড জটিলতায় দানি আলভেস খেলতে পারবেন না। নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড় না থাকলেও চিন্তিত নন জিদান। স্কোয়াডে ডেকে আনা হয়েছে ২০ বছর বয়সি আভারো তেজেরকে।

লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৩০ ম্যাচে ২২ জয়ে তাদের পয়েন্ট ৭২। ৬টি ম্যাচ হেরেছে রিয়াল। ২টি ড্র করেছে। এক ম্যাচ বেশি খেলে ২১ জয় নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৯। আজকের ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ গিজন রয়েছে পয়েন্ট তালিকার ১৮তম স্থানে। ৩১ ম্যাচে মাত্র ৫ জয় তাদের।