স্বাভাবিক প্রসব সেবা অবহিতকরণ বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে   এবং  এমসিএইচ- সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায়,  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ডাঃ মোঃ মাহমুদুর রহমান পরিচালক (এম,সি এইচ  – সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এম সি আর এ এইচ) পঃ পঃ অধিদপ্তর ঢাকা, গেষ্ঠ অব অনারঃ জনাব দেওয়ান মোর্শেদ কামাল পরিচালক পঃ পঃ রংপুর বিভাগ, রংপুর,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুর নেওয়াজ আহমেদ সিভিল সার্জন, ঠাকুরগাঁও, জনাব অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল উপজেলা চেয়ারম্যান, হরিপুর, ঠাকুরগাঁও, জনাব ডাঃ জাহাঙ্গীর আলম প্রধান উপ- পরিচালক (এম,সি,এইচ) প্রোগ্রাম  ম্যানেজার পঃ পঃ অধিদপ্তর ঢাকা,  জনাব মোঃ ফারুক আব্দুল্লাহ, উপ-পরিচালক ঠাকুরগাঁও,  জনাব ডাঃ আবু মোঃ খয়রুল কবির সভাপতি, বিএমএ, ঠাকুরগাঁও।  উক্ত কর্মশালা  সভাপতিত্ব করেন বহ্নি শিখা আশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও ।
ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান বলেন, মাতৃমৃত্যু হার কমানোর লক্ষে মুলত এই প্রোগ্রামের  উদ্দেশ্য। সারা দেশে কোন মা চিকিৎসা অভাবে মারা না যায়।মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায়  লাখে  শতকরা ৭০% নীচে নামাতে হবে। সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি । ইউনিয়ন পর্যায়ে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন হবে। তাহলেই মাতৃমৃত্যুর হার কমানো সম্ভব।