হঠাৎ গরমে নওগাঁয় শিশু ওয়ার্ডে রোগীর ভিড়

হঠাৎ গরমে নওগাঁয় শিশুরা ব্যাপক হারে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালে শয্যা সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

আবহাওয়া পরিবর্তনের কারণে রোগবালাই বাড়ছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ শিশু বিশেষজ্ঞদের।

শয্যা না পাওয়ায় মেঝেতে বসে দুদিন ধরে ডায়রিয়া আক্রান্ত সন্তানের রোগমুক্তির প্রহর গুনছেন রাহেলা। এমন অনেকেই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত সন্তানকে নিয়ে নওগাঁ সদর হাসপাতাল ভিড় করছেন। মাত্র ১০ শয্যার শিশু ওয়ার্ডে গাদাগাদি করে আছে রোগী, বারান্দায়ও চলছে চিকিৎসা।

গেল ১০ দিন ধরেই তাপমাত্রায় ওঠানামা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে শিশুদের ওপর। উদ্বিগ্ন অভিভাবকরা সন্তানদের নিয়ে ভিড় করছেন হাসপাতালে।