হবিগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের ফুলেল শ্রদ্ধা

হবিগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর সোমবার রাত ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠে হবিগঞ্জ শহরের নিমতলাস্থ নব-নির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার।

এ সময় ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, হবিগঞ্জ জেলা পুলিশসহ হবিগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও শ্রদ্ধা জানায় জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন অফিস, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, জেলা শিক্ষা অফিস, হবিগঞ্জ ফায়ার সার্ভিস, হবিগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, র‌্যাব-৯, জেলা আনসারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত দৌস মোহাম্মদসহ নানা শ্রেণি পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনের পূর্বে সব শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।

এদিকে, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।