হরিণাকুন্ডু প্রেসক্লাবের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুন্ডু প্রেসক্লাবের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক ও দৈনিক বাংলাদেশ সময় প্রত্রিকার জেলা প্রতিনিধি এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং এইচ. মাহবুব মিলুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন, দৈনিক রুপালী বাংলাদেশ প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস। সাংবাদিক তৈয়েবুর রহমানের কোরআন থেকে তেলাওয়াতের পর থেকে অনুষ্ঠান শুরু হয়।

এছাড়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, হরিণাকুন্ডু মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামসুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আমিরুজ্জামান পলাশ, হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ভায়না ইউপি চেয়ারম্যান ছমির উদ্দিন, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মনজুরুল আলম, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, মান্দিয়া কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, অধ্যক্ষ মোতালেব হোসেন, সাবেক শিক্ষক এ্যাডভোকেট খোদা বক্স, হরিণাকুন্ডু প্রেসক্লাবের নির্বাচন প্রস্তুুতি কমিটির যুগ্ম আহবায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার  প্রতিনিধি শাহানুর আলম, দৈনিক নয়াদিগন্ত, মাথাভাঙ্গা ও নবচিত্র প্রত্রিকার প্রতিনিধি মাহবুব মুরশেদ শাহিন, নিউজ টুডে পত্রিকার প্রতিনিধি নাজমুল আহসান বাবুল, হরিণাকুন্ডু শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগ সভাপতি আবুসাইদ টুনু।

উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু পাইলট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলীম, ইখতিয়ার উদ্দিন, তৈয়েবুর রহমান, বিপ্লব হোসেন, স্বাধীন আহম্মেদ, আব্বাস উদ্দিনসহ প্রমুখ। বক্তাগণ বলেন এ সরকারের আমলে সন্ত্রাস জঙ্গিবাদের কোন স্থান এ দেশের মাটিতে হবেনা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত হরিণাকুন্ডু গড়তে সাংবাদিকদের এ আয়োজনের প্রশংসা করেন অতিথিগন। হরিণাকুন্ডু প্রেসক্লাব এ আলোচনা সভার আয়োজন করেন।