হরিপুরে এবার ৬ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ

মোঃ জাহাঙ্গীর: চলতি মৌসুমে বোরো ধানের ভালো চাষ হয়েছে। আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় ধান গাছ ভালো আছে বল জানায় কৃষকেরা । আবহাওয়ার কোন ব‍্যতিক্রম  না ঘটলে ফলন ভালো হবে বলে তারা মনে করছেন। তবে ধান চাষে খরচ একটু বেশি হওয়ায় ন‍্যয‍্য মুল‍্য আশা করেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চলতি বোরো মৌসুমে এবার ৬ হাজার ২৫০ হে, জমিতে এবার ধান চাষ হয়েছে। কোন রোগ বালাই না থাকায় গত বছরের তুলনায় ধান গাছের অবস্থা ভালো রয়েছে। এ পর্যন্ত উপজেলার কোন এলাকার জমির ধান গাছে কোন প্রকার রোগ বালাই দেখা যায়নি। এ অবস্থা থাকলে এবার উপজেলায় ভালো ফলন হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলার রহমতপুর গ্রামের কৃষক মোঃ আলমগীর,বীরগড় গ্রামের কৃষক মোঃ ফেকারুল ইসলাম,তোররা গ্রামের কৃষক মোঃ নজরুল ইসলাম, দামোল গ্রামের কৃষক মোঃ ফরহাদ আলী, আমগাও গ্রামের কৃষক মোঃ আ:খালেক , বহরমপুর গ্রামের কৃষক মোঃ আশরাফুল জানান এ বছর আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় ও নিয়মিত সেচ দেওয়ায় ধান গাছ সতেজ ও সুন্দর রয়েছে।
এক প্রশ্নের জবাবে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ নাইমুল হুদা সরকার বলেন এ পর্যন্ত রোপন কৃত বোর ধানে কোন রোগ বালাই আক্রমণ করেছে বলে যানা যায়নি। তবে আমরা কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এ ব্যাপারে আমাদের উপ-কৃষিকর্মকর্তা সমর্থক রয়েছেন। এছাড়াও তারা কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
তবে আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখছি ধান গাছ ভালো রয়েছে। এরকম অবস্থা থাকলে ভালো ফলন হবে ও এতে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো বলে আশা করছি।