হরিপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে  সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,ঠাকুরগাঁও এর সহযোগিতায় হরিপুর  উপজেলা নির্বাহী অফিসার  বহ্নি শিখা আশার সভাপতিত্বে কর্মশালা  অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন,   হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, মোঃ রাকিবুজ্জামান সহকারী কমিশনার (ভূমি) অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম,অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান মোসলেম উদ্দিন কলেজ হরিপুর,   উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, মোঃমুন্জুরুল ইসলাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার,  ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক ও ইমাম মোয়াজিন, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক,  প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ
কর্মশালায়  মাদক দ্রব্যের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম জানান, পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে বর্তমানে নইলে মাদকের মত ভয়াবহ থেকে রক্ষা পাওয়া যাবে  না। কারীগাঁও  বিজিবি কমান্ডার বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে   সকলের সহযোগিতা  পেলে নির্মূল করা সম্ভব ।