হরিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তরস্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ঐতিহাসিক কারবালার মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর করলেন, মাননীয়  প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি, যুব   যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,  মোঃ মেজবাহ উদ্দিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক মোহাম্মদ  মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,  মোঃ মাজহারুল ইসলাম সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান উপজেলা পরিষদ, হরিপুর,ঠাকুরগাঁও।  উপজেলা নির্বাহী  এ কে এম শরিফুল হক।
হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান, হরিপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম,ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পূ্ষ্প, মহিলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল,সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা ,হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এস এম আলমগীর, হরিপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মনোয়ারুল  ইসলাম রিপন, জেলা পরিষদ সদস্য, জনাব মোঃ আনিসুজ্জামান শান্ত, আরোও উপস্থিত ছিলেন ২ নং আমগাঁও ইউপি চেয়ারম্যান জনাব পাভেল তালুকদার ও ৩নং বকুয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবু তাহের সহ বিভিন্ন  ইউপির সদস্যগণ, আমন্ত্রিত ছাত্র/ ছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।
দেশ কে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে যুব  কিশোরদেরকে  খেলাধুলার দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে  অপরাধ বন্ধ করা সম্ভব  হবে। মাদক, সন্ত্রাস,জঙ্গী, উন্নয়নে প্রতিবন্ধকতা। আসুন উন্নয়নের জন্য শপথ করি, খেলাধুলায় মনোনিবেশ করি।